Weekly 01

Welcome to your Weekly - 101

1. 
[Math 1st paper]
A ম্যাট্রিক্সের ক্রম 1 x n এবং B ম্যাট্রিক্সের ক্রম n x 1 হলে A B এর ক্রম কত?

2. 
[Math 1st paper]
যদি $P=\begin{bmatrix}4&-6\\-2&8\end{bmatrix}$ এবং P × Q =$P\times Q=\begin{bmatrix}5\\0\end{bmatrix}$ তবে মেট্রিক্স Q কত?

3. 
[Math 1st paper]
$\begin{vmatrix}4&8&12\\4&4&6\\1&2&3\end{vmatrix}$ এর মান কত?

4. 
[Math 1st paper]
যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলি সমান তাকে কি বলে?

5. 
[Math 1st paper]
কোনো নির্ণায়কের পাশাপাশি দুটি সারিকে পরস্পর পরিবর্তন করলে নির্ণায়কের মান -

6. 
[Math 1st paper]
A একটি (3 × 3) ক্রমের ম্যাট্রিক্স এবং 1 একই ক্রমের ম্যাট্রিক্স হলে Al³ এর মান কোনটি?

7. 
[Math 1st paper]
$A=\begin{bmatrix}4\\-1\\3\end{bmatrix}$ এবং A = [ 1 2 3 ] হলে ‍AB মেট্রিক্স কোনটি?

8. 
[Math 1st paper]
কোনো বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক (-3,√3) হলে, ঐ বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি?

9. 
[Math 1st paper]
একটি সরলরেখার অক্ষয়ের মধ্যবর্তী খন্ডিতাংশ (a, b) বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এরূপ রেখার সমীকরণ-

10. 
[Math 1st paper]
3x+y=3 and 3x-y=3 দুইটি সরলরেখা। ঢালয়ের গুণফল —

11. 
[Math 1st paper]
3x+y=3 and 3x-y=3 দুইটি সরলরেখা। রেখাদ্বয় y অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক?

12. 
[Math 1st paper]
M এর মান কত হলে 2x - y + 6 = 0 ও 3x + My - 3 = 0 রেখা দুইটি পরস্পর লম্ব হবে?

13. 
[Math 1st paper]
x+y = 4 এবং x - y = 2 সরলরেখায়রোর ছেদবিন্দুগামী ও y-অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ—

14. 
[Math 1st paper]
8x-by-9=0 and 4x+3y+2=0 দুটি সরলরেখার সমীকরণ- রেখাদ্বয় সমান্তরাল হলে b এর মান কত?

15. 
[Math 1st paper]
(−1,−√3) বিন্দুর পোলার স্থানাঙ্ক কত?

16. 
[Math 1st paper]
কোন রেখাটি 3y = √3x + 15 রেখায় $15^o$ কোণে অবণত?

17. 
[Biology 1st paper]
কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই?

18. 
[Biology 1st paper]
কোনটি গলজি বডির কাজ?

19. 
[Biology 1st paper]
অন্তঃশ্বসন প্রধানত কোষের কোথায় সংঘটিত হয়?

20. 
[Biology 1st paper]
উদ্ভিদ কোষের অভ্যন্তরে pH রক্ষা করে কোনটি? [

21. 
[Biology 1st paper]
রাইবোসোমের রাসায়নিক উপাদানের 50% নিম্নের কোন আমিষ?

22. 
[Biology 1st paper]
জিনের যে কার্যকরী একক পলিপেপটাইড সংশ্লেষ করে তাকে কি বলে?

23. 
[Biology 1st paper]
নিউক্লিয়াস এর উপাদান কোনটি?

24. 
[Biology 1st paper]
উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কী?

25. 
[Biology 1st paper]
কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান?

26. 
[Biology 1st paper]
কোনটি Anti-Codon বহন করে?

27. 
[Biology 1st paper]
DNA প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভাঙে কোন এনজাইম?

28. 
[Biology 1st paper]
কোন অঙ্গাণুটি অটোফ্যাগি এর সাথে জড়িত?

29. 
[Biology 1st paper]
শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটি?

30. 
[Biology 1st paper]
Endosymbiont বলা হয় কোনটিকে?

31. 
[Biology 1st paper]
DNA এর টেমপ্লেট সূত্রকের অনুক্রম GCAT হতে উৎপন্ন m-RNA এর বেস অনুক্রম হবে কোনটি? 1

32. 
[Biology 1st paper]
কোনটি নাইট্রোজেন বেস শুধু রাইবোজের সাথে যুক্ত হয় ?

33. 
[bangla-1]
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কোন মাসে হয়েছিল?

34. 
[bangla-1]
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত " অপরিচিতা " গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয় ? 1

35. 
[bangla-1]
অপরিচিতা' গল্পে কল্যাণী-চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? 1 Ad.QB GST 2022 Unit-

36. 
[bangla-1]
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্প কোনটি?

37. 
[bangla-1]
রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?

38. 
[bangla-1]
হরিশ কোথায় কাজ করে?

39. 
[bangla-1]
"মন্দ নয় হো খাঁটি সোনা বটে।"- 'অপরিচিতা' গল্পে এই উক্তি করেছে-

40. 
[bangla-1]
"অপরিচিতা" গল্পে অনুপমের সুন্দর চেহারা কে পন্ডিতমশাই কিসের সাথে তুলনা করেছিলেন?

41. 
[bangla-1]
" বিলাসী " গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

42. 
[bangla-1]
আঠারো বছর বয়স পাথর বাধা ভাঙতে চায়

43. 
[bangla-1]
" আঠারো বছর বয়স জানে না কাঁদা" -কারণ এই বয়সে মানুষ

44. 
[bangla-1]
"আঠারো বছর বয়স" কবিতা কোন ছন্দে রচিত?

45. 
[bangla-1]
’বিলাসী’ গল্পে উনিশ শতকের যে সমাজ সংস্কারকের উল্লেখ আছে তাঁর নাম-

46. 
[bangla-1]
'বিলাসী' গল্পের নায়ক কত ক্রোশ পথ হেটে স্কুলে যেতো?

47. 
[bangla-1]
আঠারো বছর বয়সের তরুণের প্রাণ কেমন?

48. 
[bangla-1]
'আঠারো বছর বয়স ' কবিতাটির স্তবকসংখ্যা -

49. 
[Physics 1st]
M ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে এর ভরবেগ কত?

50. 
[Physics 1st]
নিচের কোনটিতে লেভেল ত্রুটি দেখা যায়?

51. 
[Physics 1st]
নিচের কোনটি মৌলিক রাশি নয়?

52. 
[Physics 1st]
নিচের লেখচিত্রটিতে একটি স্প্রিং-এ প্রযুক্ত বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন দেখানো হয়েছে।


Nm-1 এককে স্প্রিং ধ্রুবক কত ?

53. 
[Physics 1st]
একটি ক্ষেরোমিটারের দুটি পায়ের মধ্যবর্তী দূরত্ব ৪০ মিলিমিটার স্ফেরোমিটার কর্তৃক একটি লেন্সের উচ্চতা ০৩ (তিন) মিলিমিটার পাওয়া যায়। উক্ত দেশের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কর।

54. 
[Physics 1st]
Parallax Error কোন ধরনের ত্রুটি?

55. 
[Physics 1st]
1 মাইল ও 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার?

56. 
[Physics 1st]
CGS পদ্ধতিতে কাজের একক কোনটি?

57. 
[Physics 1st]
চিত্রে অনুভূমিকের সাথে θ কোণে আনত একটি ঘর্ষণবিহীন ঢালে একটি m kg ভরের বক্সকে দেখানো হলো।

বক্সটিকে ঢালের ওপরের দিকে ধ্রুববেগে গতিশীল করতে এর ওপর ঢালের সমান্তরালে F বল প্রয়োগ করা হলো।এখন যদি বক্সটিকে 'v' বেগে গতিশীল রাখার জন্য বলের দিকে 'a' ত্বরণ সৃষ্টি করতে হয়, তবে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে ?

 

58. 
[bangla-1]
নিচের কোন বস্তুর গতিশক্তি বেশি?

59. 
[Physics 1st]
1km উঁচুতে অবস্থিত একটি বিমান হতে 500g ভরের একটি বোমা ফেলে দেওয়া হল। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত?

60. 
[Physics 1st]
মাত্রাহীন রাশি কোনটি?

61. 
[Physics 1st]
বল ও সরণের মধ্যে কোণ θ হলে ঋণাত্নক কাজের শর্ত?

62. 
[Physics 1st]
একটি স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক এর মান-

63. 
[Physics 1st]
একটি কণার উপর $\overrightarrow F=5\widehat i+3\widehat j-6\widehat k$A বল প্রয়োগ করায় কণাটি X- অক্ষ বরাবর 10m সরে গেল। কণার উপর কৃতকাজ কত?

64. 
[Physics 1st]
8 মিটার দৈর্ঘ্যের একটি মই দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো আছে। 80 কেজি ভরের একজন ব্যাক্তি মইয়ের চূড়ায় ওঠে। ব্যক্তি কর্তৃক কাজের পরিমাণ নির্ণয় কর।

65. 
[CHEMISTRY-1]
1.সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত?

66. 
[CHEMISTRY-1]
8.$PF_5$ এর জ্যামিতিক গঠন কোনটি?

67. 
[Weekly-1(Chemistry)]
5.NH₃ অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কয়টি?

68. 
[Weekly-1(Chemistry)]
3.কোন যৌগটি অধিক সমযোজী?

69. 
[Weekly-1(Chemistry)]
2.গ্রাফাইটে কোন ধরণের সংকরণ বিদ্যমান?

70. 
[Weekly-1(Chemistry)]
7. $[Fe(CN)_6]^{3-}$ এর ম্যাগনেটিক মোমেন্ট কোনটি?

71. 
[Weekly-1(Chemistry)]
4.কোনটি সর্বাধিক প্যারাম্যাগনেটিক ধর্ম প্রর্দশন করে?

72. 
[Weekly-1(Chemistry)]
9.ল্যাবরেটরিতে অব্যবহৃত $LiAlH_4$ কে কোনটির দ্রবণ দ্বারা পরিশোধন করা হয়?

73. 
[Weekly-1(Chemistry)]
10.কোনটির প্রভাবে কিডনি সম্পূর্ণ ভাবে বিনষ্ট হয়ে যায়?

74. 
[Weekly-1(Chemistry)]
6.নিচের কোনটি π - বন্ধনের বৈশিষ্ট্য নয়

75. 
[Weekly-1(Chemistry)]
16.$CaCl_2$ ও AlCl3 এর মধ্যে

76. 
[Weekly-1(Chemistry)]
14.কোন ধরনের পদার্থ চোখের বেশী ক্ষতি করে?

77. 
[Weekly-1(Chemistry)]
12.MSDS এর পূর্ণ রূপ কি?

78. 
[Weekly-1(Chemistry)]
15.পরমাণু সমূহের রাসায়নিক বন্ধন তৈরীর কারণ হলো-

79. 
[Weekly-1(Chemistry)]
11.$CCl_4$ অণুতে C-Cl বন্ধনে আয়নিক বন্ধনের পরিমাণ কত?

80. 
[Weekly-1(Chemistry)]
13.সর্বোত্তম পরিস্কারক হিসাবে ল্যাবরেটিরতে কোনটি ব্যবহৃত হয়?

Name

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *