Physics 1st paper (1-4 chapter)

Welcome to your Physics Chapter 4 set-b

1. 
সমতলের উপর দিয়ে গড়িয়ে যাওয়া 10 gm ভরের একটি মার্কেল 20 sec চলার পর স্থির হলো। মার্বেলটি আদিবেগ ছিল $20 ms^{-1}$, যখন বলের মান কত?

2. 
সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে-

3. 
একজন সাইকেল আরোহী 200m বাসার্ধের বৃত্তাকার পথে $10ms^{-1}$ বেগে ঘুরলে উলম্ব তলের সাথে কত কোনে আনত থাকবে? $[ g=10ms^{-2} ]$

4. 
একটি পাখা প্রতি 2 মিনিটে 180 বার ঘুরে। পাখাটির কৌনিক বেগ কত হবে?

5. 
উঁচু থেকে 3kg ভরের একটি বস্তু নিচে পড়ছে। বাতাসের বাধা 9 N হলে বস্তুটির ত্বরণ কত? -

6. 
বলের ভ্রামকের মাত্রা সমীকরণ কোনটি?

7. 
একটি কণার ভরবেগ P, কণাটির গতিশক্তি তিনগুন করা হলে এর ভরবেগ কত হবে?

8. 
m ভরের এবং r ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাকতির লম্ব স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কোনটি ?

9. 
r ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি বালতিকে যদি এমনভাবে ঘুরানো হয় যেন পানি না পড়ে তাহলে বালতির কৌণিক বেগ কত?

10. 
নিচের কোন সম্পর্কটি সঠিক?

11. 
শিকলের সাহায্যে 6 kg ভরের একটি বস্তুকে $m/s^2$ ত্বরণে উপরে টানা হচ্ছে। শিকলের টান কত?

12. 
একটি মেশিনগান $1100 ms^{-1}$ বেগে 10 gm ভরের একটি বুলেট নিক্ষেপ করে। একজন ব্যক্তি মেশিনগানটির উপর সর্বোচ্চ 121 N বল প্রয়োগ করতে পারে। ঐ ব্যক্তি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ কতগুলো গুলি ছুড়তে পারে?

13. 
রকেটের উড্ডয়ন নিউটনের কোন সূত্রের ফল?

14. 
8000 kg জ্বালানীসহ একটি রকেটের ভর 10000 kg । জ্বালানী যদি 300 kg হারে পুড়ে রকেটের সাপেক্ষে 14,400 km/h বেগে নির্গত হলো তাহলে জ্বালানী শেষ হবার মূহুর্তে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা কত ?

15. 
কত বল প্রয়োগ করলে 7 kg ভরের বস্তুতে $4 ms^{-1}$ ত্বরণ সৃষ্টি হবে?

16. 
বলের ঘাত কী?

17. 
6200 kg ভরের বালু বোঝাই একটি ট্রাক $30 ms^{-1}$ বেগে চলছিলো। । চলন্ত অবস্থায় ট্রাক থেকে প্রতি মিনিটে 10 kg বালু পড়ে যায়। 20 মিনিট পর ট্রাকের বেগ কত ?

18. 
গতীয় ঘর্ষণ কোনের ক্ষেত্রে কোনটি সঠিক?

19. 
3 kg ভরের একটি বস্তু $4ms^{-1}$ বেগে চলছিলো। হঠাৎ এটি বাধা পেয়ে উল্টো দিকে 6ms-1 বেগে চলতে শুরু করলো। বলের ঘাত কত?

20. 
একটি বস্তুকে আনুভূমিকের সাথে 30° কোণে 100 N বলে টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকর বল কত?

21. 
ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোন কত?

22. 
কোনো অক্ষ সাপেক্ষে 10 kg ভরের একটি বস্তুর জড়তার ভ্রামক $250 kgm^2 $। উক্ত অক্ষ সাপেক্ষে চক্রগতির বাসার্ধ কত?

23. 
1300 kg ভরের একটি বিমান স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে। বাতাসের ঘর্ষন বল 1700 N । বিমানটি উপর প্রযুক্ত নীট বল কত?

24. 
বৃত্তাকার পথে 36 km/h সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 4 ms-1 হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত?

25. 
বৃহস্পতি গ্রহের জড়তার ভ্রামক কোনটি হবে?

26. 
200 gm ভরের একটি দীর্ঘ একটি বলকে 20 cm দীর্ঘ সুতার এক প্রান্তে বেঁধে 10 ms-1 সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে কেন্দ্রমুখী বল কত ?

27. 
ঘড়ির মিনিটের কাঁটার কৌনিক বেগ কত?

28. 
একটি সিলিভারের ভর 60 kg এবং ব্যাসার্ধ 1m । অক্ষের সাপেক্ষে সিলিন্ডারটির জড়তার ভ্রামক $60 kgm^2$ । সিলিন্ডারটি $2 ms^{-1}$ বেগে আনুভূমিকভাবে গড়াতে থাকলে তার মোট শক্তি কত হবে?

29. 
একটি লিফট $7 ms^{-1}$ ত্বরণে নিচে নামছে। লিফটের মেঝে থেকে 6 m উপর থেকে একটি বস্তুকে ছেড়ে দেয়া হলো । বস্তুটির লিফটের মেঝে স্পর্শ করতে কত সময় লাগবে? [$g=10 ms^{-1}$]

30. 
একটি সমতলের উপর অবস্থিত ইটের নিশ্চল কোণ 30° ইট ও সমতলের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত?

Name

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *